Sylhet Today 24 PRINT

সিলেটে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুন, ২০২০

সিলেটে করোনার সংক্রমণ বেড়ে চলছে দ্রুত। বুধবার এই নতুন করে  আরও ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০২২ জনের।

বুধবার (২৪ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭৮ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার এই কলেজের ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় মোট ৭৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে বেশিরভাগই সিলেট নগরী ও সদর উপজেলার। এছাড়া জেলার অন্যান্য উপজেলারও রোগীরা রয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৬৩ জন, কানাইঘাটের ২ জন, বিশ্বনাথের ৫ জন, গোলাপগঞ্জের ১ জন, বিয়ানীবাজারের ১ জন ও দক্ষিণ সুরমার মোগলাবাজারের ১ জন রয়েছেন।

বিজ্ঞাপন



এছাড়া সুনামগঞ্জের গলুবপুরের ১ জন ও ছাতকের ১ জন রয়েছেন আক্রান্তের তালিকায়। হবিগঞ্জের চুনারুঘাটের ১ জন, কুমিল্লার লাকসামের ১ জন ও মৌলভীবাজারের বড়লেখার ১ জন রয়েছেন।

এরআগে বুধকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জের ২৮ জনের করোনা শনাক্ত হয়। একইদিনে ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় হবিগঞ্জের আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়।

সব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩,৭৬৫ জনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.