Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮০৯, মৃত ৪৩, সুস্থ ১৪০৯

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২০

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত মানুষের সংখ্যা ১ হাজার ৭০০ পার হলো। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪৩ জন। সব মিলে মারা গেছেন ১ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনের।

রোববার (২৮ জুন) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন।

ব্রিফিংয়ের তথ্য মতে, ১৮ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৫ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা।

দেশে ৬৮টির মধ্যে ৬৫টি ল্যাবের (পরীক্ষাগার) করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, যারা মারা যাচ্ছেন, তাদের প্রতি অমানবিক হবেন না। যথাযথ সৎকারে সহায়তা করুন। যারা মৃত ব্যক্তিদের দাফনকাজ করছেন, তাদের প্রতি ও সব সম্মুখযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.