Sylhet Today 24 PRINT

করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০২০

মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫ লাখ ছাড়িয়ে গেছে। এসব মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে।

সোমবার দুপুরে ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত তথ্যে দেখা যায়, বিশ্বে কোভিড-১৯ রোগে মারা গেছেন ৫ লাখ ৪ হাজার ৭৫৭ জন। এই রোগে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ২৭০ জন। এবং সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৬৭০ জন।

এদিকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৫ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ব্রাজিলে করোনাভাইরাসে ৫৭ হাজার ৬২২ জনের এবং যুক্তরাজ্যে ৪৩ হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য এবং ওয়ার্ল্ডোমিটারের সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.