Sylhet Today 24 PRINT

করোনা মুক্ত হলেন স্বপ্নীল-নুজহাত দম্পতি

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি মামুন আল মাহতাব স্বপ্নীল ও নুজহাত চৌধুরী শম্পা করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

বিএসএমএমইউয়ের লিভার বিভাগের প্রধান স্বপ্নীল নিজেই এ তথ্য জানিয়েছেন।

বুধবার তিনি বলেন, “গত ১৩ জুন আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। আমার স্ত্রী ও ছেলে আক্রান্ত হয় তার পরের দিন। গত শনিবার আমাদের সবার রিপোর্ট এসেছে। তাতে বলা হয়েছে, আমরা সবাই করোনামুক্ত।

“আমরা এখন সবাই বেশ ভালো আছি। আমাদের কারও আর কোনো পরীক্ষার দরকার পড়বে না।”

হাসপাতালে রোগী দেখার পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন আলোচনায় নিয়মিত অংশগ্রহণ এবং গণমাধ্যমে লেখার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির কার্যক্রমে যুক্ত ছিলেন স্বপ্নীল-নুজহাত দম্পতি।

একাত্তরের শহীদ ডা. আলীম চৌধুরীর ছোট মেয়ে ডা. নুজহাত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া ও ডা. স্বপ্নীলের নেতৃত্বে ২০১৮ সালে গঠিত ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধেও কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.