Sylhet Today 24 PRINT

মারা যাওয়া পুলিশ কনস্টেবলের শরীরে করোনা শনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০২০

চট্টগ্রামে উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ কনস্টেবল আ ফ ম জাহেদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ১ জুলাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (৩ জুলাই) নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মৃত আ ফ ম জাহেদ (৪২) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উত্তর জোনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায়।

করোনার উপসর্গ থাকায় গত ২৩ জুন থেকে কনস্টেবল জাহেদ চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ২৫ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে ৩০ জুন রাতে তাকে নগরীর দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়।

ওই রাতেই তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এডিসি মইনুল ইসলাম জানান, ২৫ জুন দেওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদন না পেলেও মৃত্যুর পর আবারও নমুনা নেওয়া হয়। শুক্রবার রাতে জানানো হয়েছে, মৃত্যুর সময় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

সিএমপিতে এ পর্যন্ত ৩৬৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চারজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.