Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগে একদিনে আরও ১৭০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুলাই, ২০২০

সিলেট বিভাগে একদিনে আরও ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (৫ জুন) সিলেট বিভাগের ৪ জেলায় এই ১৭০ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলায় ৫৫ জন, হবিগঞ্জে ৪৫ জন, সুনামগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

সব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫২৭০ জনের।  

সিলেট: সিলেট জেলায় রোববার ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪৭ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর এলাকার ৩২ জন, বিশ্বনাথের ৪ জন, জকিগঞ্জ উপজেলার ৪ জন ফেঞ্চুগঞ্জ উপজেলার একজন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন রয়েছেন।

শবির ল্যাবে শনাক্ত হওয়া ৮ জন কোন উপজেলার তা নিশ্চিত হওয়া যায়নি।

সবমিলিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২,৮১৩ জনের।

হবিগঞ্জ: হবিগঞ্জে রোববার ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

রোববার (৫ জুলাই) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার জেলায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ১৭ জন, মাধবপুর উপজেলার ৯ জন, নবীগঞ্জের ৭ জন, চুনারুঘাটের ৬ জন, বানিয়াচংয়ের ৫ জন এবং বাহুবল উপজেলার ১ জন রয়েছেন।

বিজ্ঞাপন



এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০৪ জনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন এবং সুস্থ হয়েছেন ২৯৮ জন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৫ শনাক্ত হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৭ জনে।

রোববার (৫ জুলাই) রাতে জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে ১৫ জনই সুনামগঞ্জ সদর উপজেলার শহরের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট ও  সুনামগঞ্জের ১৮৮টি নমুনা প্রেরণ করা হলে সেখানে ৪৩ জনের করোনা শনাক্ত হয়, যার মধ্যে সুনামগঞ্জের ৩৫ জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৫ জন ছাতক উপজেলার ৫ জন, দিরাই উপজেলায় ৫ জন, জগন্নাথপুর  ২ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ২ জন এবং বিশ্বম্ভপুর উপজেলার ২ জন রয়েছেন।

এছাড়া সুনামগঞ্জে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৬১০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে মঙ্গলবার ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নতুন পুরাতন থাকতে পারে, তবে আমরা সবাইকেই আইসোলেশনে রাখার ব্যবস্থা করবো এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করবো।

এদিকে, রোববার মৌলভীবাজারে ৩৫ জনের করোনা শনাক্ত হয়। রোববার ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে এই ৩৫ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.