Sylhet Today 24 PRINT

একদিনে সিলেটে শনাক্ত ১১৯, সুস্থ ৯৪ জন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০২০

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৯৪ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে একজনের মৃত্যু ঘটে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সিলেট বিভাগে শনাক্ত ১১৯ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬০ জন ও হবিগঞ্জে ৩০ জন। সুনামগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৮ জন শনাক্তের রিপোর্ট পাওয়া গেছে। মারা যাওয়া রোগীদের একজন সিলেট জেলার।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে মৌলভীবাজারে সর্বাধিক ৩১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ২৯ জন। সুনামগঞ্জে করোনামুক্ত হয়েছেন ২৩ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ১১ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৩৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২ হাজার ৮৬৯ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১০৩ জন, হবিগঞ্জে ৮৩৪ জন ও মৌলভীবাজারে ৫৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১ হাজার ৮৯৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৯০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.