Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত যশোরের সিভিল সার্জন

বেনাপোল প্রতিনিধি |  ১২ জুলাই, ২০২০

করোনায় আক্রান্ত হয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

রোববার (১২ জুলাই) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টারে সিভিল সার্জনের পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, গত কয়েকদিন জ্বর হওয়ায় তিনি শনিবার (১১ জুলাই) নিজের নমুনা সংগ্রহ করে যবিপ্রবি ল্যাবে পাঠিয়েছিলেন। তবে রোববার ফলাফল পজিটিভ এসেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তিনি সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পরে শারীরিক অবস্থার ওপর সবকিছু নির্ভর করবে।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) করোনা পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, ল্যাবে ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের পজিটিভ এবং ১৩৮ জনের ফলাফল নেগেটিভ এসেছে। এর মধ্যে যশোরে ৩২ জনের মধ্যে ১৫ জন, মাগুরার ১২ জনের মধ্যে ১ জন, বাগেরহাটের ৮০ জনের মধ্যে ২০ জন এবং সাতক্ষীরার ৯৪ জনের মধ্যে ৪৪ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ১১ জুলাই পর্যন্ত যশোরে মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৯৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৭ এবং মারা গেছেন ১৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.