Sylhet Today 24 PRINT

ভারতে একদিনে সর্বোচ্চ ৪০ হাজার শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক  |  ২০ জুলাই, ২০২০

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে রেকর্ড সংখ্যক ৪০ হাজার ২৪৩ জন বৈশ্বিক মহামারি কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় সকালে জানানো তথ্যের ভিত্তিতে এনডিটিভি জানিয়েছে, আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৯০২ এবং মৃত্যু হয়েছে ৫৪৩ জনের।

রাজ্যভিত্তিক আক্রান্তের সংখ্যায় ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপর পর্যায়ক্রমিকভাবে রয়েছে তামিল নাড়ু, দিল্লি, কর্ণাটক, গুজরাট, উত্তর প্রদেশ ও তেলেঙ্গানা। এছাড়াও, করোনা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই তৃতীয়স্থানে রয়েছে ভারত।

অন্যদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল নয়টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৮ হাজার ১০৭ জনে। একই সময়ে দেশটিতে মৃতের সংখ্যা ২৭ হাজার ৫০৩ জন। এছাড়াও, চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন সাত লাখ ৩৯৯ জন।

প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে দেশটির মোট কোভিড-১৯ আক্রান্তের ৬২.৮৬ শতাংশই সুস্থ্য হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.