Sylhet Today 24 PRINT

চীনে করোনা সংক্রমণের নতুন ঢেউ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২০

গত ডিসেম্বরে চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হযেছিল নভেল করোনাভাইরাস। এরপর দ্রুতই সেটি ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। অন্যান্য দেশে সংক্রমণ বাড়লেও কঠোর ব্যবস্থার মাধ্যমে মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিল চীনারা। তবে সম্প্রতি চীনে শুরু হয়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এর ফলে প্রায় সাড়ে তিন মাসের মধ্যে বুধবার সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বুধবার দেশটিতে নতুন করে ১০১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সবশেষ গত এপ্রিলের মাঝামাঝি একদিনে এত বেশি রোগী পাওয়া গিয়েছিল সেখানে।

এদিন নতুন করে ২৭ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্তের কথাও জানিয়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র একদিন আগেই দেশটিতে উপসর্গহীন রোগী পাওয়া গিয়েছিল অন্তত ৩৪ জন।

চীনে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশিরভাগ রোগীই শনাক্ত হচ্ছে পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে। বুধবারও অঞ্চলটিতে ৮৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে, একজন পাওয়া গেছে বেইজিংয়ে, বাকিরা বহিরাগত।

নতুন রোগীসহ চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮৪ হাজার ৬০ জন। নতুন করে কেউ করোনায় মারা না যাওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪ জনই রয়েছে।

সূত্র: রয়টার্স

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.