Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৪৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জুলাই, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবকে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ১১ জন, সুনামগঞ্জের ২৫ এবং হবিগঞ্জ জেলার ১১ জন।

নতুন ৪৭ জন নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৫৬ জনের। এদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ২০২ জনে। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৪৯৭ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ১৭১ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯৮৬ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.