Sylhet Today 24 PRINT

স্ত্রীসহ অধ্যাপক আনু মুহাম্মদ করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষার রেজাল্টে তাদের ‘কভিড-১৯ পজিটিভ’ আসে। আজ রবিবার তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে তার স্ত্রী শিল্পী বড়ুয়ার কভিড-১৯ ‘পজিটিভ’ রিপোর্ট আসে। গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন। এর দুদিন পর তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

তাদের দুজনই শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলেও জানান তাসলিমা আখতার। তিনি বলেন, ‘আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.