Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ আগস্ট, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯ জন করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৪ জন, সুনামগঞ্জ জেলায় দুইজন ও মৌলভীবাজার জেলার ২০ জন রয়েছেন।

সিলেট জেলায় শনাক্তদের মধ্যে ১১ জন সদর ও সিটি করপোরেশন এলাকার, দক্ষিণ সুরমার ২ জন, ফেঞ্চুগঞ্জের‍ ২ জন এবং বিয়ানীবাজার উপজেরায় একজন রয়েছেন।

এনিয়ে সিলেট জেলায় আক্রান্ত হলেন ৪ হাজার ৫৭৫ জন, সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৫৯৮ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ২৪৯ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৭৭ জন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১১১ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.