Sylhet Today 24 PRINT

রাশিয়ায় করোনার ভ্যাকসিন নিলেন পুতিনের মেয়ে

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২০

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন উদ্ভাবনের ঘোষণা দিয়েছে রাশিয়া। ভ্যাকসিনটির ডোজ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে।

এবিসি নিউজ জানায়, কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে যখন মৃত্যুর সংখ্যা সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলছে তখন মঙ্গলবার চমকপ্রদ ঘোষণাটি দেন পুতিন। তিনি জানান, তাদের আবিষ্কৃত ভ্যাকসিনটির করোনার বিরুদ্ধে ‘টেকসই প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন’।

রুশ সরকারের সকল মন্ত্রীকে উপস্থিত টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, আজকের সকালে বিশ্বে প্রথম নতুন করোনাভাইরাস বিরোধী একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া।

তিনি বলেন, আমি জানি এটির (ভ্যাকসিন) কার্যকারিতা প্রমাণ হয়েছে এবং স্থিতিশীল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে।

পুতিন বলেন, আমি পুনরাবৃত্তি করতে চাই যে, এটি প্রয়োজনীয় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষেই ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে।

রুশ প্রেসিডেন্ট আরও জানান যে, তার দুই মেয়ের মধ্যে একজন এই ভ্যাকসিন গ্রহণ করেছে।

তিনি বলেন, সে এ পরীক্ষায় অংশ নিয়েছে এবং সে ভালো আছে। সে সুস্থ আছে এবং তার মধ্যে করোনা প্রতিরোধে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

তবে দুই মেয়ে- মারিয়া বা কাতেরিনার মধ্যে কে এই ভ্যাকসিন গ্রহণ করেছেন তা নির্দিষ্ট করে বলেননি পুতিন।

স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার বিবৃতিতে জানায়, ভ্যাকসিনটি করোনভাইরাস মোকাবিলায় দু'বছর পর্যন্ত সুরক্ষা দেবে বলে আশা করা হচ্ছে।

ভ্যাকসিনটি আবিষ্কার করেছে রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার। গত মাসের শেষ দিকেই ব্লুমবার্গের একটি প্রতিবেদনে জানানো হয়েছিল ১০-১২ আগস্টের মধ্যে ভ্যাকসিনটির বাজারে ছাড়ার অনুমোদন দিতে পারে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেটিই হলো।

তবে ভ্যাকসিনটির বিস্তারিত নিয়ে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত প্রকাশ করেনি রাশিয়া। ফলে এটির সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.