Sylhet Today 24 PRINT

সাংসদ দবিরুল ইসলাম করোনা আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২০

ঠাকুরগাঁও-২ আসন থেকে সাত বার নির্বাচিত সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলহাজ দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।    

এ দিনে জেলায় নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জন। তাদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং জেলায় সর্বমোট মারা গেছেন ১৪ জন।

সিভিল সার্জন জানান, গত ২১ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সংসদ সদস্য দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

রোববার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে এমপিসহ আরও ১৬ জনের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলার তিনজন, বালিয়াডাঙ্গী উপজেলার সাত জন, পীরগঞ্জ উপজেলার তিন জন, হরিপুর উপজেলার একজন ও রাণীশংকৈল উপজেলার দুই জন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, প্রবীণ এই সংসদ সদস্য নিজ বাড়ি বালিয়াডাঙ্গীতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.