Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত সাবেক ফুটবলার আসলাম

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২০

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার শেখ আসলাম করোনা আক্রান্ত হয়ে নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

করোনায় আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শেখ আসলাম।

শারীরিক অসুস্থতার পরেই করোনা পরীক্ষা করালে পজিটিভ হোন শেখ আসলাম। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও পরীক্ষা করান। স্ত্রী মোনা মারজান, মেয়ে নোলক ও শাশুড়ির করোনায় পজিটিভ আসে। সবাই নিজ বাসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন শেখ আসলাম। এবং সবার সুস্থতা কামনা করেছেন।

১৯৭৬ সালে আসেন ঢাকাতে অ্যাথলেটিক্সে অংশ নিতে এবং তিনি লংজাম্পে ২য় স্থান অধিকার করেন। ঢাকায় তিনি তার পরিচিত ভিক্টোরিয়ার গোলরক্ষকের দেখা পান যার মাধ্যমে ভিক্টোরিয়া দলে খেলার সুযোগ পান। সেখানে কোচ হিসেবে পান রহিম সাহেবকে। ইস্ট এন্ডের বিপক্ষে তিনি প্রথম খেলেন যা ছিল ড্র ম্যাচ। ঢাকার ফুটবলে আসলামে ক্যারিয়ার প্রায় ২ দশকের মতো যেখানে তিনি ১৮টি মৌসুমে খেলেছেন এবং মোট গোল করেছেন ১৭৭টি। সর্বোচ্চ গোলদাতা ছিলেন মোট ৫ বার; ১৯৮৪ থেকে ১৯৮৭ এবং ১৯৮৯-৯০ সালে। বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন টানা ১৪ বছর ১৯৭৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত। ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ সালে তিনি এশিয়াডে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.