Sylhet Today 24 PRINT

নাট্য অভিনেতা কে এস ফিরোজের করোনায় মৃত্যু

বিনোদন ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০২০

চলে গেলেন জনপ্রিয় নাট্য অভিনেতা কে এস ফিরোজ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা নিউমোনিয়ার কথা বলেছেন। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

বরিশালে জন্ম নেওয়া এই অভিনেতা ১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। ১৯৭৭ সালে মেজর পদে কর্মরত থাকা অবস্থায় চাকরি থেকে অব্যাহতি নেন। টেলিভিশনে তাকে প্রথম দেখা যায় ‘দীপ তবুও জ্বলে’ নাটকে। তার প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘শঙ্খনাদ’, ‘বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’তে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.