Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। ভাইরাসটির অব্যাহত আক্রমণ কিছুটা কমলেও গত একদিনে প্রায় আড়াই লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতদের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের নাগরিক।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায় জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৪৭ হাজার ৮৩৬ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৯৭ হাজার ৬৮৫ জন। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭০ জন। এর আগের দিন মারা যান ৩ হাজার ৮৪৬ জন। এ নিয়ে প্রাণহানি ৯ লাখ ১ হাজার ৬২৯ জনে ঠেকেছে। আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৯৮ লাখ ২০ হাজার ১৬২ জন।

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৬৫ লাখ ১৪ হাজার ২১৩ জন মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৩২ জন। সংক্রমণে ২ তে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬ জন। প্রাণহানি বেড়ে ৭৩ হাজার ৯২৩ জনে ঠেকেছে। ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪১ লাখ ৬৫ হাজার ১২৪ জন। প্রাণহানি বেড়ে ১ লাখ ২৭ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৩৫ হাজার ৭৮৯ জন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৯৯১ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। পেরুতে আক্রান্ত ৬ লাখ সাড়ে ৯১ হাজার ৫৭৫ জন। যেখানে মৃতের সংখ্যা ২৯ হাজার ৯৭৬ জন। কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৬ লাখ৭৯ হাজার ৫১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৮১৭ জনের।

মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৪২ হাজার ৮৬০ জন। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৬৮ হাজার ৪৮৪ জন মানুষের। আর্জেন্টিনায় করোনাক্রান্ত ৫ লাখ ৩৪ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৪০৫ জনের। চিলিতে সংক্রমণ ৪ লাখ ২৫ হাজারের ৫৪১ জন। এর মধ্যে ১১ হাজার ৬৮২ জনের প্রাণ কেড়েছে করোনা। দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ৪৪১ জন। আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ৮৬ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ৫ লাখ ৩৪ হাজার ৫১৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৫৯৪ জনের। মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৯১ হাজার ১১২ জন। প্রাণহানি ঘটেছে ২২ হাজার ৫৪২ জনের। যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা সাড়ে ৩ লাখ ৫২ হাজার ৫৬০ জন। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮৬ জন মানুষের।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৫৫২ জনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.