Sylhet Today 24 PRINT

করোনায় ভারতে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০২০

গত কয়েকদিন করোনাভাইরাসের সংক্রমণ কমে এলেও বুধবার (৯ সেপ্টেম্বর) আবার রেকর্ড আক্রান্ত হলো ভারতে। দেশটিতে মহামারি শুরুর পর সর্বাধিক মৃত্যুও হয়েছে একই সময়ে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বুলেটিনে গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজার ৭৩৫ জন আক্রান্তের খবর এসেছে। তাতে মোট সংক্রমণের সংখ্যা ৪৪ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে।

একই দিনে সবচেয়ে বেশি ১ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে ভারতে। মোট প্রাণহানি ৭৫ হাজার পেরিয়ে গেছে।

এর আগে ভারতে দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছিল গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর), ওই দিন ৯০ হাজার ৮০২ জনের পজিটিভ হয়েছিল। পরের দিন সবচেয়ে বেশি ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছিল। বুধবার এই দুটি রেকর্ড ভেঙে গেলো।

বিজ্ঞাপন

আক্রান্তের সংখ্যা বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে এক দিনে ৭২ হাজার ৯৩৯ জন সুস্থ হয়েছেন, মোট ৩৪ লাখ ৭১ হাজার ৭৮৩ জন। এখনও সক্রিয় করোনা রোগী ৯ লাখ ১৯ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে সবচেয়ে বেশি ২৩ হাজার ৫৭৭ জনের করোনা ধরা পড়েছে, রেকর্ড ৩৮০ জন মারাও গেছেন। দিল্লিতে প্রথমবার চার হাজারের বেশি রোগী পাওয়া গেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে সুস্থতার হার এখন ৭৭.৭ শতাংশ এবং মৃত্যু হার ১.৬ শতাংশে নেমে গেছে। বৃহস্পতিবার পর্যন্ত ৫ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে। আর বুধবার একদিনেই পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৯ হাজারটি নমুনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.