Sylhet Today 24 PRINT

ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৪৭ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০২০

ভারতে নতুন করে ৯৪ হাজার ৩৭২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটিতে এ সংখ্যা ৪৭ লাখ ৫০ ছাড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার ২৪ ঘণ্টার মধ্যে আরও ১ হাজার ১১৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৭৮ হাজার ৫৮৬ জনে। খবর এপি।

বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে দেশটিতে সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৭৭ শতাংশে এবং প্রতিদিন প্রায় ৭০ হাজার রোগী সুস্থ হচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে প্রতিদিন ১০ লাখের বেশি করোনার নমুনা পরীক্ষা করা হলেও, দেশটির সীমিত ও সীমাবদ্ধ পরীক্ষার কারণে সংক্রমণের প্রকৃত চিত্র সামনে আসছে না।

বিজ্ঞাপন

বিভিন্ন শহরাঞ্চলের পাশাপাশি ভাইরাসটি গ্রামাঞ্চলেও সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। মহামারির কারণে অর্থনৈতিকভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত।

সোমবার স্বাস্থ্যবিধি মেনে ভারতের সংসদের অধিবেশন আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে। করোনায় দেশব্যাপী লকডাউন ঘোষণার ঠিক আগে মার্চ মাসে সংসদ স্থগিত হয়।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ১৯ হাজার ৮১ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, বিশ্বের ১৮৮টি দেশে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.