Sylhet Today 24 PRINT

ভারতে করোনায় আক্রান্ত আরও ১ হাজার ২৪৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২৪৭ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮৫ হাজার ৬১৯ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৩ হাজার ৩৩৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩ লাখ ৮ হাজার ১৪। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ লাখ ৮ হাজার ৪৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৮৮০ জন। সুস্থতার হার ৭৯ দশমিক ২৮ শতাংশ।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩১ হাজার ৭৯১ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৬৮৫ জন, কর্ণাটকে ৭ হাজার ৮০৮ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ২৪৪ জন, দিল্লিতে ৪ হাজার ৯০৭ জন এবং উত্তরপ্রদেশে ৪ হাজার ৮৬৯ জন।

করোনাভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.