Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ৬৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসের তাণ্ডবে প্রতিদিন বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৯ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ মৃত্যু তালিকায় যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকোর নাগরিকদের সংখ্যাটা বেশি।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ৪৯ হাজার ১৯ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। এতে করে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৬৫০ জনে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৯ লাখ ৬৫ হাজার ৬৫ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টার মারা গেছেন ৩ হাজার ৮৯১ জন। গত এক দিনে মোট সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৩৯ হাজার ৭৫৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা ২ কোটি ২২ লাখ ৮১ হাজার ৫৪১ জন।

বিজ্ঞাপন

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৪ হাজার ১১৮ জন।

সংক্রমণের নিরিখে দুই নম্বরে অবস্থান নেওয়া ভারতে গত এক দিনে প্রায় এক লাখ করোনা রোগী পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৮৫ হাজার ৬১২ জন। মারা গেছেন ৮৭ হাজার ৯০৯ জন।

মৃত্যুর তালিকায় ২ অবস্থানে থাকা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জনে ঠেকেছে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৩ হাজার ৩৯৯ জন। আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪১৮ জন মানুষের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.