Sylhet Today 24 PRINT

বিশ্বে আক্রান্ত ৩ কোটি ১২ লাখ ও মৃত্যু ৯ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭৫৭ জনে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মারণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ৬৩ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে।

মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৬৮ লাখ ৫৬ হাজার ৮৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৮৬৫ জনের।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত ৫৪ লাখ ৮৭ হাজার ৫৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৮৮২ জনের।

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশসমূহের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে ৪৫ লাখ ৫৮ হাজার ৪০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ২৭২ জনের। করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক দিয়ে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা ১১ লাখ ৫ হাজার ৪৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.