Sylhet Today 24 PRINT

ভারতে করোনায় মৃত্যু ৯০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০২০

ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেল। এছাড়া দেশটিতে এ পর্যন্ত ৫৬ লাখ ৪০ হাজার ৪৯৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৮১ হাজার ৮২০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের হিসাব অনুযায়ী এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটার জানায়, আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭০ লাখ ৯৭ হাজার ৯৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫ হাজার ৪৭১ জন। সুস্থ ৪৩ লাখ ৪৬ হাজার ১১০ জন।

বিজ্ঞাপন

ব্রাজিলে ১ লাখ ৩৮ হাজার ১৫৯ জনের প্রাণ গেছে কোভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ১৫ হাজার ৮১০ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৯ হাজার ৬৪৯ জন।

সারা বিশ্বে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭১ হাজার ৪৪১ জনে। সুস্থ ২ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭১৪ জন। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৭৫ হাজার ৩১৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.