Sylhet Today 24 PRINT

ভারতে করোনায় আরও ১ হাজার ১৪১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২০

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৯২ হাজার ২৯০ জন মানুষ কোভিড-১৯ রোগে মারা গেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫২ জন। এর মধ্য দিয়ে ভারতে করোনা আক্রান্ত ৫৮ লাখ ছাড়িয়েছে।

বিশ্বের আক্রান্তের তালিকায় প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬৯ লাখ ৭৭ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৬ লক্ষ ৫৭ হাজার।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন এক হাজার ১৪১ জন। এ নিয়ে মোট ৯২ হাজার ২৯০ জনের প্রাণহানি হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ৩৪ হাজার ৩৪৫ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্ণাটকে মৃতের সংখ্যা ৮ হাজার ৩৩১।

অন্ধ্রপ্রদেশে করোনা প্রাণ কেড়েছে ৫ হাজার ৫৫৮ জনের। উত্তরপ্রদেশ ও দিল্লিতে মোট মৃত্যু পাঁচ হাজার ছাড়িয়ে বাড়ছে।

পশ্চিমবঙ্গ (৪ হাজার ৬০৬), গুজরাট (৩ হাজার ৩৮১), পাঞ্জাব (৩ হাজার ৬৬) ও মধ্যপ্রদেশ (২ হাজার ১২২) মৃত্যু তালিকায় ওপরের দিকে রয়েছে।

রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানা ও জম্মু ও কাশ্মীরের মোট মৃত্যুও এক হাজার ছাড়িয়ে গেছে। এর পর তালিকায় রয়েছে বিহার, উড়িষ্যা, ছত্তিসগড়, ঝাড়খাণ্ড, আসাম, কেরালা, উত্তরখাণ্ড, পুদুচেরী, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলো।

খবর: এনডিটিভি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.