Sylhet Today 24 PRINT

ভারতে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত দেশ ভারত। রোববার সকাল পর্যন্ত দেশটি শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৯ লাখ ৯২ হাজার ৫৩২ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

তাদের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১২৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৫০৩ জনের।

এছাড়া একই সময়ে ৮৮ হাজার ৬০০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৯ লাখ ৯২ হাজার ৫৩২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৪১ হাজার ৬২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯২ হাজার ৪৩ জন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৫ হাজার ১৯১ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৯ হাজার ২৩৩ জন, কর্ণাটকে ৮ হাজার ৫০৩ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৬৬৩ জন, উত্তরপ্রদেশে ৫ হাজার ৫১৭ জন, দিল্লিতে ৫ হাজার ১৯৩ জন এবং পশ্চিমবঙ্গে ৪ হাজার ৭২১ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.