Sylhet Today 24 PRINT

করোনায় আ.লীগ নেতা মোশররফ হোসেনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোশাররফ।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা সোমবার (২৮ সেপ্টম্বর) বাদ মাগরিব হাওয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক ডা. চয়ন রায় বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তিনি মারা যান।

এদিকে, মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, সিলেটের রাজনীতিতে প্রবীন এই নেতার উল্লেখ্য যোগ্য ভূমিকা ছিল। ৭ মার্চ ১৯৭১ রেইসকোর্স ময়দানে উপস্থিত থেকে তিনি ঐতিহাসিক ক্ষণের চাক্ষুস স্বাক্ষি হয়েছিলেন। নগর আওয়ামীলীগ 'মুজিব বর্ষ' অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করেছিল। সিলেট নগর আওয়ামী লীগের নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.