Sylhet Today 24 PRINT

বিশ্বে আড়াই কোটি মানুষের করোনা জয়

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২০

নভেল করোনাভাইরাস থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বে ২ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৯২৭ জন রোগটি থেকে সুস্থ হয়েছেন।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৫৬৬ জনে। মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ৫৮৯ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭৪ লাখ ৬ হাজার ১৪৬ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১০ হাজার ৭৮৫ জন। সুস্থ ৪৬ লাখ ৪৮ হাজার ৬৮৩ জন।

বিজ্ঞাপন

ভারতে ৯৭ হাজার ৫২৯ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৬২ লাখ ২৩ হাজার ৫১৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫১ লাখ ৮৪ হাজার ৬৩৪ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ১০ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৪৭ লাখ ৮০ হাজার ৩১৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪১ লাখ ৩৫ হাজার ৮৮ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ৬৭ হাজার ৮০৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজার ৫৪৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.