Sylhet Today 24 PRINT

হোয়াইট হাউস চিফ অব স্টাফের করোনা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০২০

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস নভেল করোনাভাইরাসে (কোভিড০১৯) আক্রান্ত হয়েছেন। দুজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার ও সোমবার মিডোস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী ছিলেন। এমনকি গত মঙ্গলবার ভোট গ্রহণ শেষে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রচারশিবিরে নৈশপার্টিতেও ছিলেন তিনি। সেখানে ট্রাম্পের পরিবারের সদস্যদের খুব কাছাকাছি ছিলেন তিনি।

সেই রাতে মিডোসের আশপাশে থাকা স্টাফদের সংক্রমিত হওয়ার আশঙ্কায় সতর্ক করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক অ্যালিসা ফারাহ বলেন, শরীরের তাপমাত্রা মাপা হবে এবং সতর্কতা অবলম্বন করা হবে। প্রাথমিকভাবে হোটেলে এই অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। কারণ, বদ্ধ স্থানে সমাগমের ওপর স্থানীয় বিধিনিষেধ আরোপ আছে। পাশাপাশি এটি করলে বড় অঙ্কের জরিমানাও হতে পারত।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, দেশটিতে সেদিন নতুন করে ১ লাখ ২১ হাজার ৫৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.