Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০২০

সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ২১টি নমুনা পজিটিভ এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ১৭৬টি নমুনা পরীক্ষায় এই ২১টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে হবিগঞ্জের ৪ জন, সিলেটের ১০ জন, মৌলভীবাজারের ১ জন ও সুনামগঞ্জ জেলার ৬ জন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে বুধবার ১৬০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সুনামগঞ্জের ২৮টি, হবিগঞ্জের ৩৮টি, মৌলভীবাজারের ২৮ টি ও সিলেটের ৬৬টি নমুনা সংগ্রহ করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.