Sylhet Today 24 PRINT

সিলেটে ২৪ ঘণ্টায় ২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক |  ১৮ নভেম্বর, ২০২০

সিলেটের দুটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে আক্রান্তদের মধ্যে ৪২ জন সুস্থ হয়ে ওঠেছেন। এই সময়ে সিলেট বিভাগে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি।

বুধবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের সূত্রে এ তথ্য জানা যায়।

এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ২৬২ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১৩ হাজার ১৭ জন; এবং মারা গেছেন ২৩৯ জন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন সিলেট জেলার ৮ হাজার ১৩৬ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৩৯, হবিগঞ্জের ১ হাজার ৮৭২ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮১৫ জন।

সুস্থদের মধ্যে রয়েছেন সিলেট জেলার ৭ হাজার ৩৮৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৭৭ জন, হবিগঞ্জে ১৫৫০ জন এবং মৌলভীবাজারের ১৭০৫ জন।

করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯২৬ জন। এরমধ্যে ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.