Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনা আক্রান্ত ৫ কোটি ৬৫ লাখ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০২০

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়ে গেছে। একই সময় করোনায় মারা গেছে ১৩ লাখ ৩১ হাজার ৬৫০ জন।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার ৪৭৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একই সময় বিশ্বে করোনায় মোট মারা গেছে ১৩ লাখ ৫৪ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৯৩ লাখ ৫২ হাজার ৮৫৮ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৭২৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৬ হাজার ২৫৪ জন। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. আন্থনী ফাউসি বলেন, যুক্তরাষ্ট্র বিপজ্জনক সময়ে ভুল পথে চলছে। আমরা কঠিন পরিস্থিতিতে রয়েছি। শীত বাড়ার সাথে সাথে বিভিন্ন স্থানে মানুষ জড়ো হচ্ছে। মানুষের মৃত্যুহার বাড়ছে।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৯ লাখ ৫৮ হাজার ১৪৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৬১৮ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৯ লাখ ৪৭হাজার ৭০৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৪৯৭ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। আর্জেন্টিনা অষ্টম। কলম্বিয়া নবম। ইতালি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.