Sylhet Today 24 PRINT

করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ ছাড়াল

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০২০

কোভিড-১৯ মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৮০১ জন। অন্যদিকে মারা গেছেন ১৩ লাখ ৮৬ হাজার ৫৭০ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৯৫২ জন।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ৩৮৯ জন। করোনায় মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ৮২৩ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন ১ লাখ ৩২ হাজারের বেশি।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬০ লাখ ২৫ হাজারের বেশি। দেশটিতে করোনায় মারা গেছেন প্রায় ১ লাখ ৭০ হাজার।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’। গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.