Sylhet Today 24 PRINT

সিলেটে নতুন ১৯ জনের করোনা শনাক্ত, সুস্থ আরও ৩১ জন

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০২০

ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এই সময়ে সিলেটে নতুন ৩১ জন রোগী সুস্থ হয়েছেন, এবং আক্রান্তদের মধ্যে কেউ মারা যাননি।

রোববার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এনিয়ে সিলেট বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৪৪ জন। এদের মধ্যে সিলেট জেলার ৮ হাজার ২০৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৪৬, হবিগঞ্জের ১ হাজার ৮৭৯ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮১৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনেরসহ বিভাগে এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠেছেন ১৩ হাজার ১৪০ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৪৯৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৮২ জন, হবিগঞ্জে ১৫৫৬ জন এবং মৌলভীবাজারের ১৭০৫ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২৪২ জন। মারা যাওয়াদের মধ্যে আছেন সিলেট জেলার ১৭৯ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।

এদিকে, করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৩৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.