Sylhet Today 24 PRINT

বিশ্বে বাড়ছে করোনার সংক্রমণ, মৃত্যু ১৪ লাখ ৩০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০২০

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বাড়ছেই। একইসাথে বাড়ছে আক্রান্ত হয়ে মৃতের সংখাও। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ লাখ ৩০ হাজার মানুষের।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৪ লাখ ৩০ হাজার ৩৮৯ জনে। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৯৬৫ জনে। এখন পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯০ লাখ ৩৯৫ ব্যক্তি।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৮৬১ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৬৩ হাজার ৪১৭ জন মৃত্যুবরণ করেছেন। করোনার সংক্রমণ ও মৃত্যুর হিসেবে দ্বিতীয় শীর্ষ দেশ ভারত।

বাংলাদেশে গত ৮ মার্চ  প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৫২৪ জন। মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.