Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ২০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২০

শনিবার (২৮ নভেম্বর) সিলেটের দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৯ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১১ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানীর ল্যাবে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৮ জন সিলেটের এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা ১ জন রয়েছেন।

অপরদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে শনিবার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১০ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.