Sylhet Today 24 PRINT

দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৫৫ জন

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ডিসেম্বর, ২০২০

গত ২৪ ঘণ্টায় সারাদেশের ১৪০টি ল্যাবের ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষায় নতুন ১ হাজার ৩৫৫ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। আর বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৩৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

নমুনা পরীক্ষার ১৪০টি ল্যাবের মধ্যে রয়েছে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব।

নতুন ৩২ জনের মৃত্যুসহ এ রোগে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫২ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার ৫৫৩ জনে। আর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২০ হাজার ৮৯৬ হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.