Sylhet Today 24 PRINT

করোনায় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্যের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির আহমেদ (৬০)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

শনিবার সকালে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্র জানায়, সৈয়দ ছাব্বির আহমেদ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৮ নভেম্বর জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। নমুনা পরীক্ষায় ৩০ নভেম্বর তার করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তার করোনা নেগেটিভ এলেও নানা শারীরিক সমস্যা রয়ে যায়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি থেকেই তিনি চিকিৎসা নিতে থাকেন। আজ সকালে তিনি মারা যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বলেন, করোনা শনাক্ত হলে সৈয়দ ছাব্বির আহমেদকে সিলেটে পাঠানো হয়। তিনি সেখানেই মারা গেছেন।

আজ বিকেল সাড়ে চারটায় সৈয়দপুর আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.