Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে ৩ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশি পিতা-পুত্রের করোনায় মৃত্যু

প্রবাস ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে নিউইয়র্কে মারা যাওয়া বাবা প্রকৌশলী খাইরুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্না চট্টগ্রামের হালিশহর এ-ব্লক ৮ নং লেনের স্থায়ী বাসিন্দা।

নিউইয়র্কের প্রবাসী সাংবাদিক শুভাশীষ বড়ুয়া দেশের বিভিন্ন সংবাদমাধ্যমকে জানান, বাবা ছেলে দুজনই পরিবারের সঙ্গে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। করোনা আক্রান্ত হয়ে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুজনের আকস্মিক মৃত্যু হয়েছে।

গত এক মাসে নিউইয়র্কে সাতজন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

অপর পাঁচজন হলেন- আবাসন ব্যবসায়ী গোলাম রহমান সেলিম (৪৬), চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কালাম আজাদ (৭৩), এলমহার্স্টের বাসিন্দা শেফালি বেগম (৫৫)। চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল হাই জিয়া (৫৫), লং আইল্যান্ড হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার তৌফিকুল ইসলাম (৬২) (প্যাথলজিস্ট)।

গত শনিবার পর্যন্ত নিউইয়র্কে করোনাভাইরাসে মৃত্যু বরণ করেছেন প্রায় ৩৬ হাজার মানুষ। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা প্রায় তিন শতাধিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.