Sylhet Today 24 PRINT

অভিনেতা আবদুল কাদেরের করোনা শনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২০

ক্যানসারে আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা আবদুল কাদেরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্প্রতি তিনি ভারতের চেন্না্ইয়ে চিকিৎসা নিতে যান। সেখান থেকে ২০ ডিসেম্বর দেশে ফেরেন। ওইদিনই বিকেল ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তার করোনার পরীক্ষা করা হয়েছে।

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে মেডিকেল অনকোলজিস্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে আছেন।

গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয় আব্দুল কাদেরকে। পরে ১৫ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসায় তেমন অগ্রগতি হয়নি।

হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে 'বদি' চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আব্দুল কাদের। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি। এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.