Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা ৮ কোটি ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২১

বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে সাড়ে ১৮ লাখের কাছাকাছি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৮৫৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ লাখ ৪২ হাজার ৪৯২ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৬৯৪ জন।

বিজ্ঞাপন

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬ লাখ ২৬ হাজার ৬৮৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৪৫৩ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৩৩ হাজার ৭৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৬ হাজার ১৮ জনের।

বিজ্ঞাপন

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩ লাখ ২৩ হাজার ৯৬৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৩৫ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪৮ হাজার ৭৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ২১৩ জনের।

ইউরোপের দেশ ইতালি মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান অষ্টম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৫৫ হাজার ৪৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৩৩২ জনের।

এদিকে দেশে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ৫ লাখ ১৬ হাজার ১৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৬২৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.