Sylhet Today 24 PRINT

করোনার টিকা নেওয়ার দু’দিন পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২১

মার্কিন ওষুধ প্রস্তুতকারী ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিন নেয়ার দু’দিন পর সোনিয়া আচেভেদো (৪৫) নামের এক পর্তুগিজ স্বাস্থ্যকর্মী মারা গেছেন।

নববর্ষের দিনে ঘরে ‘হঠাৎ মৃত্যু’ হয় তার। টিকা নেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

দুই সন্তানের মা সোনিয়া পোর্তো শহরের পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন। টিকা নেয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা তিনি জানাননি।

সোনিয়ার বাবা অ্যাবিলিও অ্যাকেভেডো পর্তুগিজ দৈনিক ‘কোরেইয়ো দা মানহা’কে বলেছেন, ‘তার মেয়ে একেবারে ঠিক ছিল। তার কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল না।’

বিজ্ঞাপন

অ্যাবিলিও আরও বলেন, ‘সে করোনার টিকা নিয়েছিল। তার কোনো ধরনের উপসর্গ ছিল না। আমি জানি না কী হয়েছে আসলে। আমি শুধু কারণ জানতে চাচ্ছি।’

‘আমার মেয়ে কীভাবে মারা গেলে সেটি আমি জানতে চাই’, বলেন তিনি।

পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিও সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ৩০ ডিসেম্বর করোনার টিকা নিয়েছিলেন তিনি। ১ জানুয়ারি আকস্মিক মৃত্যু ঘটে তার।

সোনিয়ার মৃত্যুর বিষয়টি পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.