Sylhet Today 24 PRINT

ইতালিতে করোনার সংক্রমণের সাথে বাড়ছে মৃত্যুও

আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০২১

নতুন বছরের পঞ্চম দিনে এসে ইতালিতে হঠাৎই বেড়ে গেছে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবার (৫ জানুয়ারি) একদিনে দেশটিতে ৬৪৯ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। এদিন নতুন করে ১৫ হাজার ৩৭৮ জনের শরীরে সনাক্ত হয়েছে প্রাণঘাতি এই ভাইরাস।

দেশটিতে করোনাভাইরাসে জানুয়ারির ১, ২, ৩ ও ৪ তারিখ যথাক্রমে ৪৬২, ৩৬৪, ৩৪৭ ও ৩৪৮ জনের মৃত্যু। গত দিনগুলোর তুলনায় মঙ্গলবার হঠাৎই বেড়ে যায় মৃতের সংখ্যা।

বিজ্ঞাপন

গত বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ করোনাভাইরাসের ভয়াল থাবায় ইতালিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৬ হাজার ৩২৯ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ১ লাখ ৮১ হাজার ৬১৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউ তীব্রভাবে আঘাত হানতে শুরু করেছে। তাই করোনা প্রতিরোধ মূলক ব্যবস্থা দীর্ঘ করতে হবে বলে জানিয়েছেন তারা।

গত ২৭ ডিসেম্বর থেকে প্রায় ১০ হাজার ডোজ প্রথম ব্যাচ কোভিড-১৯ ভ্যাকসিন আসার পরে ভ্যাকসিন প্রয়োগ শুরু করে ইতালি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে করোনার টিকাদান অভিযানের গতি ত্বরান্বিত করার জন্য কর্তৃপক্ষ লড়াই করছে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.