Sylhet Today 24 PRINT

করোনা মোকাবেলায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ২০তম: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ০৯ জানুয়ারী, ২০২১

 

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সক্ষমতার দিক থেকে করোনা মোকাবেলায় সবার ওপরে বাংলাদেশের অবস্থান এবং পুরো পৃথিবীতে ২০তম জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনা মোকাবেলায় এ উপমহাদেশে আমরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি।’

মন্ত্রী শুক্রবার দুপুরে রংপুর বিটিভি উপকেন্দ্র পরিদর্শনে গিয়ে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপরোক্ত কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই, চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাক্সিন আসবে। ভ্যাকসিন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা নিয়ে সেরাম ইনস্টিটিউট বিবৃতি দিয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছে।’

তিনি আরও বলেন, ‘একই সাথে ভারতের স্বাস্থ্যসচিব নিশ্চিত করেছেন যে বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে করানোর ভ্যাক্সিন পাবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতও বিষয়টি নিশ্চিত করেছেন।’

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা নিয়ে কাজ করে, বিশ্বের অনেক দেশে এমন স্বাধীনতা পায় না, এর বাইরেও যদি কেউ হয়রানির শিকার হয় আমার দৃষ্টিগোচর হলে আমি যথাযথ ব্যবস্থা নেই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রংপুরে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র খুব দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় কেন্দ্রে পরিণত করা হবে। যার ফলে রংপুর বিভাগ থেকেও বিটিভির অনুষ্ঠান সম্প্রচার করা হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘করোনা মোকাবিলায় বাংলাদেশের অবস্থান উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো। ব্লুর্মবার্গের রিপোর্ট অনুযায়ী, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উপমহাদেশে বাংলাদেশ সব থেকে ভালো অবস্থায় রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.