Sylhet Today 24 PRINT

প্রথম ডোজ দেয়ার পর ৪ থেকে ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন

নিউজ ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০২১

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রথম ডোজ দেয়ার পর চার থেকে ১২ সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ। তবে ১২ সপ্তাহ পর দেয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের ভ্যাকসিন অনুমোদন নিয়ন্ত্রক সংস্থা। কারণ এতে করে ভ্যাকসিনের কার্যকারিতা বেড়ে দাঁড়ায় ৮০ শতাংশে। তবে দেশে টিকার প্রথম ডোজ দেয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়ার পরিকল্পনা আছে।

বিজ্ঞাপন

অক্সফোর্ডের টিকা রপ্তানি নিয়ে বেশ জলঘোলার পর, গত মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এটি বিশ্ববাসীকে দিতে কোনো ধরনের বিধিনিষেধ নেই। পরদিনই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে, রপ্তানি কার্যক্রম।

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা-এমএইচআরএ জানায়, টিকা দেয়ার ২২ দিন পর মানবদেহে তৈরি হয় করোনা প্রতিরোধ ক্ষমতা। প্রথম ডোজের ৪ থেকে ১২ সপ্তাহ পর দিতে হয়, দ্বিতীয় ডোজ।

বিজ্ঞাপন

কমিশন অন হিউম্যান মেডিসিন এক্সপার্ট ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক স্যার মুনীর পীরমোহাম্মদ বলেন, প্রথম ডোজের চার সপ্তাহ পর, দ্বিতীয় ডোজ দেয়া হলে, টিকার কার্যকারিতা কম মেলে। তবে, ১২ সপ্তাহ বা ৩ মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হলে, ৮০ শতাংশ পর্যন্ত সুরক্ষা পাওয়া যায়। তাই আমাদের সুপারিশ, দ্বিতীয় ডোজ, ১২ সপ্তাহ পরই নেয়া উচিত।

তারপরও, টিকা বিতরণ ও প্রস্তুতি কমিটির সদস্য ড. মুশতাক হোসেন জানিয়েছেন, প্রথম ডোজের ৪ সপ্তাহ পরই, টিকার দ্বিতীয় ডোজ দেয়ার পরিকল্পনা রয়েছে, তাদের।

বিজ্ঞাপন

দেশের চিকিৎসা বিজ্ঞানী লিয়াকত আলী বলছেন, অক্সফোর্ডের টিকায়, প্রতিরোধ ক্ষমতার মেয়াদ কতদিন থাকবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। তবে, ধারণা করা হচ্ছে, বছরখানেক থাকতে পারে এটি।

মাঠ পর্যায়ে টিকা প্রয়োগের একটি নীতিমালা প্রস্তুত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.