Sylhet Today 24 PRINT

করোনায় একদিনে ১৫ হাজার ৭১১ জনের মৃত্যু দেখল বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২১

করোনাভাইরাস মহামারী প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে টিকা প্রদানের তোড়জোড়। এরই মধ্যে যেন মরণ কামড় দিচ্ছে প্রাণঘাতী ব্যাধিটি। ফের একদিনে রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব।

পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত সংস্থা ওয়ার্ল্ডো মিটার-এর বুধবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে।

গত ৩০ ডিসেম্বর এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে করোনায় মোট মৃত্যু ১৯ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬ লাখ সাড়ে ৬৩ হাজারের মতো। আগের দিন এ সংখ্যা ছিল প্রায় ৫ লাখ সাড়ে ৮৬ হাজার। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৯ কোটি ২০ লাখ সাড়ে ৯ হাজারের মতো।

এর আগে গত ৭ জানুয়ারি বৈশ্বিক সংক্রমণ ৮ লাখ ৩৩ হাজার ৯৭৬ জনে স্পর্শ করে যা করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ।

করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ২২ হাজারের মতো শনাক্ত হয়েছে। একই সময়ে ৪ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে যা আগের দিনের চেয়ে দ্বিগুণের বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.