Sylhet Today 24 PRINT

করোনায় ক্রিকেট সংগঠক রাইসউদ্দিন আহমেদের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবীণ ক্রিকেট সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ।

বুধবার সকাল সাড়ে নয়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাইসউদ্দিন আহমেদের ছেলে আশফাক আহমেদ মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুকালে এ প্রবীণ ক্রিকেট সংগঠকের বয়স হয়েছিল ৮২ বছর।

৪৪ বছর আগে এই জানুয়ারি মাসেই যাত্রা শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৯৭৭ সালের ৭ জানুয়ারি মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে যে তিন দিনের ম্যাচটি দিয়ে জাতীয় দলের যাত্রা শুরু, রাইসউদ্দিন আহমেদ সেটি আয়োজনে নেপথ্যে রেখেছিলেন বড় ভূমিকা। বাংলাদেশের ক্রিকেটের উত্থানের পর্বে ওতপ্রোতভাবেই জড়িয়ে ছিল তার নাম।

করোনা পজিটিভ হলে গত ২৫ ডিসেম্বর রাইসউদ্দিন আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.