Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় প্রাণহানি ২১ লাখ ৭৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২১

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন প্রায় ২১ লাখ ৭৪ হাজার মানুষ। আর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি আট লাখের বেশি। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় পাঁচ কোটি ৫৭ লাখের বেশি মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি আট লাখ ৫০ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ২১ লাখ ৭৩ হাজার ৯৩৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৩৯২ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৫৫ লাখ ৯৫ হাজার ৩০২ জন এবং মারা গেছেন চার লাখ ২৯ হাজার ১৫৭ জন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৯৬ হাজার ৮৭৬ জন, মারা গেছেন দুই লাখ ২০ হাজার ১৬১ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ লাখ ৬৪ হাজার ১৭৬ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি সাত লাখ এক হাজার ১৯৩ জন, মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৮৪৭ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি তিন লাখ ৭৩ হাজার ৬০৬ জন।

বিজ্ঞাপন

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫৩ হাজার ৬৩৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ছয় হাজার ৮৪৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬২ হাজার ৫২৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৬৫৫ জন, মারা গেছেন চার হাজার ৮১১ জন এবং সুস্থ হয়েছেন ৯২ হাজার ৭৬ জন।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৩৩ হাজার ৪৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৭২ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.