Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস : যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে সাড়ে ৪ লক্ষাধিক মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে। শনাক্ত দুই কোটি ৬৬ লাখের বেশি।

শুরু থেকে করোনা নিয়ে পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো জানায়, বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা যান ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন।

এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০। এর মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৬৩ লাখের বেশি।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ৮৮৯ জন, একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক লাখ ৪০ হাজারের বেশি।

দেশটিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্কে, ৪৩ হাজারের বেশি। এরপর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার ছাড়িয়েছে।

শুরু থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। করোনা পরিস্থিতিতে ব্যর্থতার জন্য দায়ী করা হয়ে থাকে সদ্য বিদায় নেওয়া ডোনাল্ড ট্রাম্প।

২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নিয়েই তার বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেন, এক মাসের মধ্যে মৃতের সংখ্যা পাঁচ লাখ পার করবে। হোয়াইট হাউসে প্রথম কার্য দিবসে করোনা মোকাবিলায় কৌশল প্রকাশ করেন তিনি। ক্ষমতা গ্রহণের প্রথম একশ দিনে একশ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন বাইডেন।

ফাইজার, মডার্না ও অক্সফোর্ডের তিনটি টিকাই অনুমোদন দেয় দেশটি। ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্কিন নাগরিকেরা টিকা নিতে শুরু করেন। প্রথম ১০ দিনেই ১০ লাখ মানুষ টিকা নেয়। এখন পর্যন্ত ২৫ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.