Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত ইব্রাহিম খালেদ আইসিইউতে

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থায় আশঙ্কাজনক। তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএল ইমরান চৌধুরী বলেন, ‘খোন্দকার ইব্রাহিম খালেদের ফুসফুসের ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো ছিল। আজ তার হঠাৎ অবনতি হয়েছে। সকাল থেকে তাকে চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।’

ইব্রাহিম খালেদের পুত্রবধূ ইয়াসমিন সুলতানা বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল রাতে তাকে কেবিনে দেওয়া হয়েছিল। আজ আবার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। হিমোগ্লোবিন কমে যাওয়ায় তাকে রক্ত দেওয়া হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.